Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৪ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু

ফাইল ছবি

জামালপুর শহরের টিউবেলপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষকসহ অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো একজন।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতরা হলেন- বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৫৫), অটোরিকশাচালক মেলান্দহ ঝাউগড়া ইউনিয়নের বাসিন্দা রোকন মাহমুদ (৪৫), মেলান্দহ উপজেলার শেখ সাদী এলাকার আব্দুল মালেক (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকার কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় জামালপুর শহরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশাচালকের। এতে অটোরিকশা আরোহী চারজন আহত হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer