ছবি- সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এখন থেকে কোনো ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান রেজাউল করিম মল্লিক।শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডিবি প্রধান জানান, ‘পুলিশের সংকটকালে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। উচ্চাভিলাসি ও অপেশাদার পুলিশ কর্মকর্তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এতে পুলিশের মনোবল ভেঙে পড়ে। এসব চ্যালেঞ্জকে ডিবি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘এই কার্যালয়ে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না। ডিবিকে মানুষের আস্থা আর ভালোবাসার স্থানে বসাতে চাই। তাই ডিবি পুলিশকে পুনর্গঠন করে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি।’
সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করা হবে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি কাউকে আটক করলে তার আত্মীয়-স্বজনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের কেউ অপেশাদার কাজে লিপ্ত হলে তাকেও ছাড় দেয়া হবে না।’
মামলা ও অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মামলাগুলো হয়েছে, সেগুলোর এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।’
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ডিবি প্রধান বলেন, ‘দুর্গাপূজায় নিছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে। ডিবির টিম সাদা পোশাকে বিভিন্ন পূজামণ্ডপগুলোতে থাকবে।