Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৪৯, ৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

ফাইল ছবি

ঘুষ বাণিজ্য, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী-সন্তানসহ পাঁচ জনের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ক‌মিশ‌নের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এসব মামলা করা হয়। কমিশনের অনুমোদনের পর তার পরিবার ও এপিএসসহ তাদের বিরুদ্ধে মোট ৫টি পৃথক মামলা করেন কর্মকর্তারা।

প্রতিটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

গত ১৫ আগস্ট নিয়োগ-পদোন্নতি কিংবা বদলিতে ঘুষ নেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তার পরিপ্রেক্ষিতেই আজ হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে এই ৫ মামলা। ৫ আগস্টের পর অনুসন্ধান শুরু হওয়া অভিযোগের প্রথম মামলা এটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer