Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ২৮ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি- সংগৃহীত

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

সোমবার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দফতরে পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

এসময় আগুন নির্বাপণসহ ফায়ার সার্ভিসের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ঘুরে দেখেন তিনি।উপদেষ্টা বলেন, যেকোনো দুর্যোগ ও ক্রান্তিলগ্নে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিসের সদস্যরা। সংস্থাটির জনবল বাড়ানোসহ আরও আধুনিক সরঞ্জামাদি যুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer