Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ২৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

ফাইল ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সময় সংবাদকে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম

এদিন বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।

বৈঠকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল।এর আগেই পদত্যাগ করলেন চেয়ারম্যান ও দুই কমিশনার।

গত ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুত করা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer