ফাইল ছবি
বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা। এতে প্রায় ১৪ কিলোমিটার অংশে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
রোববার সন্ধ্যা ৬টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে শ্রমিক বিক্ষোভ চলছে। এতে নিরাপত্তা শঙ্কায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল সাড়ে ৯টায় ওই মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেন ওই পোশাক কারখানার শ্রমিকরা।
এ দিকে মহাসড়ক স্বাভাবিক করতে দুপুরে ঘটনাস্থলে যান সেনাবাহিনীর সদস্যরা। এ সময় যানজটের দুর্ভোগ কমাতে বিক্ষোভকারীদের মহাসড়ক ছাড়ার অনুরোধ করেন তারা।
শ্রমিকরা জানান, বারবার বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলেও তা মানা হয়নি, তাই এবার বেতন ছাড়া মহাসড়ক ছাড়বেন না তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের একপাশের লেনে থমকে আছে কয়েকশ গাড়ি। ঘুরছে না পরিবহনের চাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশের এই যানজটে অতিষ্ঠ যাত্রী ও চালকরা।
জানা যায়, গাজীপুরে এই যানজট তৈরি হয়েছে টিএনজেড নামের কারখানার শ্রমিকদের দুদিনের বেশি সময় ধরে টানা অবরোধে। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন তারা। রোববারও তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।
পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে নিরাপত্তা শঙ্কায় নগরীর মালেকের বাড়ি এলাকার ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে গাজীপুরে শিল্প পুলিশের সিনিয়র এএসপি মো. মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। মহাসড়কের দক্ষিণ দিকে টঙ্গীর কাছাকাছি যানজট গিয়ে ঠেকে। আমরা অনেক গাড়ি বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছি। এ ছাড়া মহাসড়কে অনেকগুলো ডাইভারসন আছে, সেগুলো দিয়ে চালক ও যাত্রীরা চলাচল করছেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।