Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৫, ১৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন

ছবি- সংগৃহীত

কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন লেগেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।মঙ্গলবার রাত ২টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কল্যাণপুর শাখা একটি গোডাউনে আগুন লাগে। মূহুর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে পানি শেষ হয়ে যাওয়ার নতুন ইউনিট আসার আগেই আবারও জ্বলে উঠে আগুন। আগুনে পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। 
 
তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে, তদন্তের পর নিরুপন করা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।

এদিকে চট্টগ্রাম নগরের ষোলশহরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টার রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer