Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

ছবি- সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।বুধবার  সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ প্রত্যাহার করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানা গত অক্টোবরের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে আড়াই ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালবেলাকে জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের বুঝিয়ে দীর্ঘ ২ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer