Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

অতিরিক্ত এসপি আলেপকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

অতিরিক্ত এসপি আলেপকে গ্রেপ্তার দেখাল পুলিশ

ফাইল ছবি

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যাত্রাবাড়ী থানা-পুলিশ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদন করে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বরিশাল মহানগর এলাকা থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে।

তবে আলেপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যায়।

পরে পুলিশ কর্মকর্তার স্ত্রী ওয়াফা নুসরাত বুধবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে তুলে নেওয়ার সময় আলেপ তাঁকে কল করে জানান, বরিশালের ডিবি তাঁকে নিয়ে যাচ্ছে। 

সে সময় তিনি আরও বলেন, আলেপের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু তাঁকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে– কিছুই জানতে পারছি না।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer