Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১ ১৪৩১, রোববার ১৭ নভেম্বর ২০২৪

‘উপদেষ্টা নিয়োগে অঞ্চল নয়, দেশ নিয়ে ভাবা হচ্ছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫১, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:৫২, ১৬ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

‘উপদেষ্টা নিয়োগে অঞ্চল নয়, দেশ নিয়ে ভাবা হচ্ছে’

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে অঞ্চলের বাইরে দেশ নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা আমাদের ভালোবাসা দেখুন, আন্তরিকতা দেখুন। আর যেখানে আমরা পেরে উঠছি না, কেন পেরে উঠছি না? সেসব নিয়ে আপনারা সমালোচনা করুন, আমরা সেটা থেকে উত্তীর্ণ হতে চেষ্টা করব। আমি অনুরোধ করব, আপনারা অঞ্চল নিয়ে ভাববেন না।’

তিনি আরও বলেন, ‘মানুষকে শুধু শারীরিকভাবে পুনর্বাসন নয়, কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদেরকে সুচিন্তিতভাবে এগোতে হবে, যাতে তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে সম্পৃক্ত করতে পারি। এই কাজগুলোই আমরা শুরু করব। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের প্রকৃত তালিকা করা হবে।’

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র-জনতা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer