Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩১, সোমবার ১৮ নভেম্বর ২০২৪

পেট্রোবাংলার সামনে থেকে সরে গেলেন চাকরিপ্রত্যাশীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

পেট্রোবাংলার সামনে থেকে সরে গেলেন চাকরিপ্রত্যাশীরা

ছবি- সংগৃহীত

মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করা চাকরিপ্রত্যাশীরা সরে গেছেন।

রোববার সমস্যা সমাধানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের আশ্বাস পেয়ে দুপুর ২টার দিকে আন্দোলন প্রত্যাহার করেন।

আন্দোলনকারীরা জানান, সমস্যা সমাধানে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আশ্বাস অনুযায়ী কাজ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বেলা ১১টা দিকে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তুলে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এতে পেট্রো বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মী।
 
সে সময়  আন্দোলনকারীরা জানান, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে।

তাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। এই এক দফা দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবেন না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer