ফাইল ছবি
৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালকে এ ব্যাপারে অনুলিপি পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং-১) মহিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে।
জানা যায়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এদিকে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই দের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করেছে বাংলাদেশ পুলিশ একাডেমি। ১৮ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং-২), মোছা. শেহেলা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণবশত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
এর আগে ২০ অক্টোবর একইভাবে ৪০তম বিসিএস এএসপি প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছিল পুলিশ একাডেমি প্রশাসন।
২২ অক্টোবর ৪০তম ক্যাডেট এসআই প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে অব্যাহতি দেয় পুলিশ একাডেমি। চলতি মাসের ৫ তারিখে আবারো মোট ৫৮ জনকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮ নভেম্বর একই কারণে আরো ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাদের ২৬ নভেম্বর এক বছরের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। এবার সেই কুচকাওয়াজ বন্ধ করেছে প্রশাসন।
তবে এ নিয়ে পুলিশ একাডেমি কর্তৃপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।