Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩১, রোববার ২৪ নভেম্বর ২০২৪

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত

ছবি- সংগৃহীত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ’র একটি গোপন আস্তানার সন্ধান পায়। এসময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র তিন সন্ত্রাসী নিহত হন এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযান এখনো চলমান। তবে নিহত কেএনএ সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ নভেম্বর রুমা উপজেলার মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফ’র একটি আস্তানা ধ্বংস করে সেনাবাহিনী। সেখান থেকেও অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer