Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টাই ঘোষণা দেবেন: উপ-প্রেস সচিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ৮ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টাই ঘোষণা দেবেন: উপ-প্রেস সচিব

ফাইল ছবি

নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রোববার সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে করা ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সম্প্রতি নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে অপূর্ব জাহাঙ্গীর বলেন, আগামী বছর নির্বাচন হবে গতকাল শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য একদমই নিজস্ব। নির্বাচনের বিষয়ে ঘোষণা প্রধান উপদেষ্টাই দেবে।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে সেগুলো মেটা থেকে সরাতে আলোচনা হয়েছে মেটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে।

এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কথা বলবে সরকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer