Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৮ ১৪৩১, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১৩ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

ফাইল ছবি

দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরইমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রাঙিয়ে তোলা হয়েছে লাল রঙে।

বিউগলের সুর যেন স্মরণ করিয়ে দিচ্ছে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের সেই নির্মম হত্যাকাণ্ডকে। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি হিসেবে চলছে সেনাবাহিনীর মহড়া।

১৪ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবীদের। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

বিজয়ের ৫০ বছরে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer