Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

ঢামেক থেকে সাদপন্থী কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ঢামেক থেকে সাদপন্থী কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে মহিদুল হাসান (২২) নামে এক সাদপন্থী যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরপন্থীর কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে জুবায়েরপন্থীরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদপন্থী যুবক মহিদুল হাসানের মা মোর্শেদা বানু এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মোর্শেদা বানু বলেন, ‘আমার একটা ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সেখান থেকে সবার সামনে দিয়ে আমার আরেক ছেলেকে ধরে নিয়ে গেল।’

এদিকে জুবায়েরপন্থীরা বলছে, আজ ভোরের দিকে টঙ্গী ইজতেমা মাঠে যখন সাদপন্থীরা আমাদের জুবায়েরপন্থীদের ওপর হামলা চালায় তখন ঘটনাস্থলে সে উপস্থিত ছিল। এজন্য তাকে ধরে কাকরাইল মসজিদে দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতাল থেকে সবাই সামনে দিয়ে মহিদুল হাসান নামে এক যুবককে তুলে নিয়ে গেছে জুবায়েরপন্থীরা। আজকে সকালের ঘটনার সময় সে উপস্থিত ছিল এই অভিযোগ দিয়ে তাকে তুলে নিয়ে যায় জুবায়েরপন্থীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer