Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৮ ১৪৩১, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ফাইল ছবি

বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোকপ্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোকপ্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শোকপ্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফের মরদেহ সমাহিত করা হবে।

সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজ ছোট ছোট অনেক কথাই মনে পড়ছে, তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন- আমরা কিন্তু সমবয়সী। শিশুর মতো সরল ব্যবহার ছিল তার। যতরকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন তিনি হাজির হয়েছেন, তা সমাধানে। এ এক অপূর্ব লোক, আমাদের মাঝ থেকে চলে গেলেন।

সভায় আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, বেসামরিক বিমান সচিব নাসরীন জাহান, ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ।

গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer