Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়াইয় ফেরি চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩৮, ৫ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়াইয় ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় দৌলতদিয়া ফেরিঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো (বড়) বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি কুয়াশার প্রকোপে পড়ে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছিল বলে জানান ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ জন্য নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সাড়ে ১০টায় কুয়াশা কমে যাওয়ার পুণরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

এ সময় ঘাটে আটকে পড়া যানবাহনের চালক-সহকারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর যানজট দ্রুত কমে আসছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer