Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৭ ১৪৩১, শনিবার ১১ জানুয়ারি ২০২৫

নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে: সিইসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১১ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে: সিইসি

ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে।’শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সেজন্য কাজ করছে সিইসি।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধণ নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।’

নাসির উদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।’

সিইসি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer