Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৬ ১৪৩১, সোমবার ২০ জানুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের ওপর হামলা, ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪৮, ১৯ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

শিক্ষার্থীদের ওপর হামলা, ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ছবি- সংগৃহীত

এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর স্টুডেন্টস ফর সভেরিনটির হামলা ও দোয়েল চত্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

রোববার এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থী ও জনতার প্রতিনিধিরা ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন। তারা বর্বর হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এদিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক দুজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে শুক্রবার মামলা হয়েছে।

মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer