ছবি- সংগৃহীত
রাজধানীর মহাখালী আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থেকে সরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পৌনে দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে তাঁরা সেখান থেকে সরে কলেজের সামনে চলে আসেন। এখন শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনের সড়ক এখনো অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাত ৮টার দিকে তাঁরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মহাখালী থেকে গুলশান যাওয়া-আসার সড়ক এখনো বন্ধ রয়েছে।
শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। আজ দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, ‘সময় বেঁধে দেওয়া দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেব না। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়।’
শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে আজ বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করা হয়।
শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন নুর মাহমুদ প্রথম আলোকে বলেন, শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে তাঁরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছিলেন। রাত ৮টার দিকে সড়ক ছেড়ে দিয়েছেন। এখন তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা।
বৃহস্পতিবার তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর শুক্রবার ও গতকাল শনিবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।