Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫

৩২ নম্বরে ফের বিক্ষোভ-ভাঙচুর, অগ্নিসংযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

৩২ নম্বরে ফের বিক্ষোভ-ভাঙচুর, অগ্নিসংযোগ

ছবি- সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করেছে একদল বিক্ষুব্ধ মানুষ। বুধবার রাতে 'ভাঙা' বাড়িতেই লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে তারা বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রায় পাঁচ-সাতশো লোক সেখানে অবস্থান করছেন। সেখানে বিক্ষুব্ধদের মিছিল করার কথা জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, সেখানে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য রয়েছেন। আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে।

তবে হামলা বা ভাঙচুর করা হচ্ছে কিনা জানতে চাইলে উত্তর দেননি ওসি।

এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভি ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে একদল মানুষকে ধানমন্ডির ওই বাড়িতে ভাঙচুর চালাতে দেখা যায়। তবে সেখানে বুলডোজার নেই বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের কর্মকর্তা।

'বঙ্গবন্ধু জাদুঘর' হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটি গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয়। সেদিনই সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer