Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৩ ১৪৩১, শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫

সকালেও চলছে বুলডোজার : ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

সকালেও চলছে বুলডোজার : ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

ছবি- সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার সকালেও চলছে বুলডোজার। শেখ মুজিবুর রহমানের তিনতলা বাড়িটির সামনের অংশ অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় সেখানে গিয়ে দেখা যায় বুলডোজার অবিরাম ভাঙার কাজ করে যাচ্ছে।

বাড়ি ভাঙতে রাতে হলুদ রঙের একটি বুলডোজার আনা হলেও, সকালে নীল রঙের অন্যটি দেখা যায়। সীমানা প্রাচীরসহ বাড়ির সামনের দিকে অনেকটাই এখন ভেঙে ফেলা হয়েছে। ভবনটিতে রাতে লাগানো আগুন সকালে আর জ্বলতে দেখা যায়নি। উৎসুক মানুষের ভিড় সকালেও দেখা গেছে। তবে গতরাতের মতো ভাঙচুর চালানো বিক্ষুব্ধদের সেখানে দেখা যায়নি। শুধু ভারী যন্ত্রের আওয়াজই সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে।

সেখানে উপস্থিত কয়েকজন জানান, ভবনের বাকি অংশ বুলডোজার দিয়ে ভেঙে সমান না করা পর্যন্ত কাজ চলবে।

সকালে শেখ মুজিবের ভাঙা বাড়িতে লুটপাট চালানো হয়। এক দল মানুষকে বাড়িটি থেকে ইট, লোহা, পাইপ খুলে নিয়ে যেতে দেখা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer