Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৭ ১৪৩১, সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা : আহত ১৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

রাজধানীতে ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা : আহত ১৮

ছবি- সংগৃহীত

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন।রোববার বিকেল সোয়া ৫টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে ১৪ শিক্ষার্থী ও এক সাংবাদিকের নাম পাওয়া গেছে। তারা হলেন নওগাঁ ম্যাটসের মেহরাব (২০) প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) এবং ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম শিমুল (২৮)।

জানা যায়, উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ দেওয়াসহ চার দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে যাওয়ার পথে আজ বিকেলে শিক্ষা ভবনের সামনে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা লং মার্চ শুরু করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ১৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer