Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩১, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বসছেন ডিসিরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বসছেন ডিসিরা

ফাইল ছবি

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বসতে যাচ্ছেন ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনার। ডিসি সম্মেলনে এবার প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন তারা। প্রতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন ডিসিরা। এবার এ বৈঠক হচ্ছে না। 

জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সময় ইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিসি-এসপিদের বৈঠকের নজির রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও ইসি সূত্রে জানা যায়, ডিসিরা ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রমে জেলা কমিটির প্রধান হিসেবে কাজ করছেন। সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কাজ করছেন উপজেলা কমিটির প্রধান হিসেবে। ফলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কাজে ইসি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বেশি করে সহযোগিতা চাইতে পারে। ডিসিরা কোনো প্রশ্ন করলে তার জবাব দেওয়া হবে। এ ছাড়া জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠ প্রশাসনটা সাজান তারা। জেলা পুলিশ সুপাররা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় দেখভাল করেন। গত তিন নির্বাচনে পুলিশ ও মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। 

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এবারের নির্বাচনে যদি ডিসিদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়, তাহলে তাদের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করতে পারে। মাঠের বর্তমান অবস্থা জানতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় কী, সে বিষয়ে আলোচনা করা উচিত। কারণ, এবারের নির্বাচনকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ডিসিদের একটি বৈঠক হবে। তবে কী বিষয়ে আলোচনা, তা এখনও ঠিক হয়নি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন। 
জানা যায়, সিইসির আগ্রহ থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রথমবারের মতো এ বৈঠকের আয়োজন করছে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন হবে। এর মধ্যে ইসির সঙ্গে অধিবেশন হবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি বিষয়ে ইসি ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইজিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন। নির্বাচনের আগমুহূর্তে ইসির সঙ্গে ডিসি-এসপিদের বৈঠকে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনে ইসির সঙ্গে ডিসিদের বৈঠক হলে দীর্ঘমেয়াদি অনেক পরিকল্পনা নেওয়া যাবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন। এর পর প্রধান উপদেষ্টার সঙ্গে মাঠ প্রশাসন সম্পৃক্ত বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা হবে ডিসি ও বিভাগীয় কমিশনারদের। এ সময় সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী, জ্যেষ্ঠ সচিব, সচিবসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। 

প্রথম কার্য অধিবেশন হবে প্রধান উপদেষ্টার কার্যালয় সম্পর্কে। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কার্য অধিবেশন হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন হবে। এর মধ্যে প্রথম দিন ছয়টি, দ্বিতীয় দিন ১২টি ও তৃতীয় দিন ১৬টি অধিবেশন হবে। প্রথম দিন স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা এবং পরিকল্পনা বিভাগের সঙ্গে দুটি অধিবেশন হবে। এ সময় প্রতি মন্ত্রণালয় ও বিভাগের উপদেষ্টা, বিশেষ সহকারী, সচিব এবং অধিদপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে ৩৫২টি প্রস্তাব এসেছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম সমকালকে বলেন, এবার নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়ে একটা অধিবেশন রয়েছে। অধিবেশনে নির্বাচন কমিশনারদের সঙ্গে ডিসিদের খোলামেলা আলোচনা হবে। তবে এ বিষয়ে ডিসিদের নির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। প্রস্তাব থাকলে আমরা যুক্ত করব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer