![জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/b-2502151627.jpg)
ছবি- সংগৃহীত
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবার বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করছেন।
শনিবার বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আজ বৈঠকে আলোচনা হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।