Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

ফাইল ছবি

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ কথা বলেন তিনি।

জুলাই-আগস্টে আওয়ামী লীগের গণহত্যা চালানোর সময় রাষ্ট্রপতির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে আবদুল ওয়াহেদ বলেন, ‘আমাদের দাবি হলো, রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না। তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না।’

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক বলেন, ‘জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন চুপ করে ছিলেন। এ ছাড়া এটিও কারও অজানা নয় যে, তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনা পালিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এমপিরাও পালিয়ে গেছেন। অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনো বহাল আছেন। ছাত্রজনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি। কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি। তিনি স্রেফ কায়েমী স্বার্থবাদীদের মদদে টিকে আছেন।’

আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ১৩ ফেব্রুয়ারি থেকে গণঅবস্থান কর্মসূচি চলছে। ছাত্রদল নেতাদের সেই কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer