Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

ফাইল ছবি

বেদী ছাড়াও আশপাশের সড়ক আলপনায় রাঙাতে ব্যস্ত শিক্ষার্থীরা। প্রথম প্রহরের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবর্তন আনা হয়েছে ট্রাফিক ব্যবস্থায়। এছাড়া, সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ করবে ৫২-এর ভাষা আন্দোলনের বীর শহীদদের৷ কেন্দ্রীয় শহীদ মিনারে নামবে লাখো মানুষের ঢল। আর তাদের বরণ করে নিতেই চলছে শেষ সময়ের আয়োজন। রঙ তুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি, রঙিন হচ্ছে পিচঢালা রাজপথ।

নিরাপদ হবে অমর একুশের প্রথম প্রহর, নিরাপদ হবে একুশের প্রথম প্রহরে নগ্ন পায়ে শহীদ মিনার যাত্রা। জনগণের এমন প্রত্যাশাকে মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দেয়া শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান।

এদিকে সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে সাজানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পুলিশ সদস্যদের সঙ্গে শহীদ মিনাররে এক কিলোমিটার এলাকায় থাকবে মোবাইল টিমও।

পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে আছে কিছুটা ভিন্নতা। প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে মিনার বেদি উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য।আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সন্তোষজনক জানিয়ে আয়োজকদের দাবি, বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer