Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাতে পরপর গুলির শব্দ : উদ্ধার ৩ যুবকের মরদেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

রাতে পরপর গুলির শব্দ : উদ্ধার ৩ যুবকের মরদেহ

ছবি- সংগৃহীত

ঝিনাইদহ শৈলকুপা রামচন্দ্রপুরে তিন জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা এলে এলাকাবাসী ঘটনাস্থলে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। প্রাথমিকভাবে একজনের নাম-পরিচয় জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে আমরা তিনটি মরদেহ উদ্ধার করেছি। মরদেহ দেখে মনে হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে হানিফ নামের একজনের নাম পাওয়া গেছে। দু’জনের পরিচয় পাওয়া যায়নি।ঘটনাস্থলে দুটি কালো রঙয়ের মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
 
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।   

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer