Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি

ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে গ্যারেজপট্টিতে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ২৪টি গাড়ি। এছাড়া আগুনে প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়ে গেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আগুন চারদিক ছড়িয়ে পড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।আজ গণমাধ্যম সেখানে গিয়ে গ্যারেজপট্টিতে পুড়ে ছাই হওয়া ২৪টি গাড়ি দেখতে পায়।

তবে আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ নেই এবং এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত নিয়ে কিছু বলেননি। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটেজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয়কে বিচার করে দেখছে তারা। অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে বলে জানান তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না, জানায় ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, স’মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে।

প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী সময়ে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এখানে একটি গাড়ির গ্যারেজ, রবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার ছিল। সেগুলো বিস্ফোরণ হয়।

আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer