Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১২ ১৪৩১, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় ওসি ক্লোজড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় ওসি ক্লোজড

ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় নিজের বাড়িতে টেলিভিশন নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। উদঘাটন হয়নি ঘটনার মোটিভও।

এদিকে এ ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। আজ সোমবার ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ভোরে সাভারের আশুলিয়ায় নিজের বাসায় গুলিবিদ্ধ হন আজাদ ও তার স্ত্রী রোকসানা হক। বর্তমানে তারা রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতা আজাদ জানান, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। গ্রিল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়।উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে।

এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer