Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১২ ১৪৩১, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পিলখানার বর্বরতা বিডিআর সদস্যরাই করেছে : সেনাপ্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

পিলখানার বর্বরতা বিডিআর সদস্যরাই করেছে : সেনাপ্রধান

ছবি- সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুলস্টপ। এখানে কোনও ‘ইফ’ এবং ‘বাট’ নেই। এখানে যদি ‘ইফ’ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিকটেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিস্কার করে মনে রাখার প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। উনি এটা বের করবেন।’

মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। 

সেনাপ্রধান বলেন, ‘আজ একটি বেদনাবিধুর দিবস। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি আমরা এই ৫৭ জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গের সদস্যদের হারিয়েছি। এখানে আসার সময় আমি এই ছবিগুলো দেখছিলাম। ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন। কিন্তু এগুলো সব আমার চাক্ষুস দেখা। আমি একটা চাক্ষুস সাক্ষী এই সমস্ত বর্বরতার।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer