Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৩ ১৪৩১, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নতুন ছাত্র সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

নতুন ছাত্র সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ছবি- সংগৃহীত

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাত আটটায় এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।এরআগে, কমিটি ঘোষণাকে কেন্দ্র দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে।

সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই আন্দোলনকে এক দফায় পরিণত করে। কিন্তু নতুন সংগঠনের কমিটিতে ঢাবি শিক্ষার্থীরাই পদ ভাগাভাগি করেছে।

সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ বলেন, ১৭ জুলাইয়ের পর আন্দোলন সফল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এখন ছাত্র সংগঠনের কমিটিতে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকেই শিক্ষার্থীকেই রাখা হয়নি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করায় কতিপয় শিক্ষার্থী আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer