Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২১ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫

শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর : দুটি বাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ৬ মার্চ ২০২৫

প্রিন্ট:

শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর : দুটি বাস

ছবি- সংগৃহীত

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় দেড় থেকে দু’শ বস্তির ঘর পুড়েছে বলে দাবি স্থানীয়দের। এ সময় পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাসও পুড়ে গেছে বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর রাত ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে আসছে স্থানীয়দের এমন অভিযোগের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর থেকে আসা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।

বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না জানতে চাইলে মো. ছালেহ উদ্দিন বলেন, ‘সব বস্তিই আমরা অগ্নি ঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer