Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, রোববার ০৯ মার্চ ২০২৫

মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ২২ লাখ টাকা চুরির অভিযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ৬ মার্চ ২০২৫

প্রিন্ট:

মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ২২ লাখ টাকা চুরির অভিযোগ

ফাইল ছবি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে ভিড়ের মধ্যে এক ব্যক্তির প্রায় ২২ লাখ টাকা (২৫ হাজার কানাডিয়ান ডলার) চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেজবাহ উদ্দিন এ বিষয়ে মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে মতিঝিল থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল মিয়া বলেন, আজ বিকালে মেজবাহ উদ্দিন নামে একজন থানায় এসে একটি জিডি করেছেন। তিনি অভিযোগ করেছেন, মতিঝিল মেট্রোরেল স্টেশনে তার পকেটে থাকা ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ঘটনাস্থলে অবস্থান করা ভুক্তভোগী মেজবাহ উদ্দিনের বন্ধু মো. মশারফ হোসাইন জানান, মেজবাহ উদ্দিন একজন ব্যাংকার। অফিস থেকে সে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার পর তার আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে মতিঝিলের মেট্রো স্টেশনে গিয়েছিলেন। সেখানে রেলে উঠার আগে মূহুর্তে তার পকেটে রাখা খামটি নিয়ে গেছে। যে খামটিতে তার বোনের ২৫ হাজার কানাডিয়ান ডলার রাখা ছিল। যা বাংলাদেশের প্রায় ২২ লাখ টাকার মতো। পরে বিষয়টি আমাদের জানালে আমরা এসে থানায় গিয়ে অভিযোগ করি। বর্তমানে পুলিশ আমাদের সঙ্গে রয়েছে। পুলিশ স্টেশনে এসে বিষয়টি খতিয়ে দেখছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer