Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, রোববার ০৯ মার্চ ২০২৫

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি- সংগৃহীত

গাজীপুর মহানগরীর ডুয়েট গেট এলাকায় অবস্থিত এলটেক অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট সংলগ্ন এই কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে, চারপাশে ঘন কালো ধোঁয়াও ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র গরম ও ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
 
পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer