Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৫ ১৪৩১, সোমবার ১০ মার্চ ২০২৫

বনানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর, সড়ক অবরোধ সহকর্মীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ১০ মার্চ ২০২৫

প্রিন্ট:

বনানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর, সড়ক অবরোধ সহকর্মীদের

ফাইল ছবি

রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে

প্রাথমিকভাবে নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ট্রাফিক গুলশান বিভাগ থেকে জানানো হয়েছে, সকালে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউ টার্ন ইনকামিংয়ে একজন নারী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তবে কোন পরিবহনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মীরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

তবে ট্রাফিক গুলশান বিভাগ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান- ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer