
ফাইল ছবি
রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে শ্যামলী আগারগাঁও মুক্তিযোদ্ধা জাদুঘরের নিচতলায় জেনারেটরের রুমে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট।তাদের চেষ্টায় ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৯টা ৪৬ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত জানিয়ে রাফি আল ফারুক বলেন, আগুনের ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকার মতো সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আর ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।