Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩১, বুধবার ১২ মার্চ ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে গণ-আন্দোলনের ডাক শিক্ষার্থীদের 

নিজস্ব প্রতিবেদক, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২০:১২, ১১ মার্চ ২০২৫

প্রিন্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে গণ-আন্দোলনের ডাক শিক্ষার্থীদের 

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) পদত্যাগের দাবিতে গণ-আন্দোলনের ডাক দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্ল্যাটফরমটির পক্ষ থেকে এ ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আদৃতা রায়।

এর আগে, ধর্ষণ, নারী নিপীড়ন ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থাসহ নয় দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান বিক্ষোভকারীরা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে আদৃতা রায় বলেন, ‘আমাদের আজকের মিছিলের সামনের সারিতে নারীরা ছিলেন। মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পালিত পুলিশ হামলা চালিয়েছে। আপনারা জানেন আমাদের ৯ দফা দাবির অন্যতম ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ। তিনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) তো পদত্যাগ করলেন না, বরং নারীদের মিছিলে পুরুষ পুলিশ দিয়ে হামলা চালিয়েছেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer