Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩১, বুধবার ১২ মার্চ ২০২৫

পাঁচ দফা দাবিতে চিকিৎসক মহাসমাবেশ আজ

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ১১:৪২, ১২ মার্চ ২০২৫

প্রিন্ট:

পাঁচ দফা দাবিতে চিকিৎসক মহাসমাবেশ আজ

প্রতীকী ছবি

পাঁচ দফা দাবি আদায়ে দেশের চিকিৎসক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। একইসঙ্গে বন্ধ থাকবে সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা। পাঁচ দফা বিষয়ক স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১২ মার্চ) সারাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা বন্ধ থাকবে, কিন্তু মানবিক দিক বিবেচনায় জরুরি সেবা (আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি সেবা, অ্যাডমিশন ইউনিট ও লেবার ওয়ার্ড) চলমান থাকবে। একইসঙ্গে বৈকালিক চেম্বার বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, বুধবার সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশের ডাক দেওয়া হলো। ঢাকা ও ঢাকার বাহিরের চিকিৎসকরা সমাবেশে যোগ দেবেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer