
ফাইল ছবি
নানা সরঞ্জাম ও নগদ অর্থসহ ম্যাগনেটিক প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানায়নি।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থসহ ম্যাগনেটিক প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।