Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১১ ১৪৩১, বুধবার ২৬ মার্চ ২০২৫

শেখ মুজিবের জন্য দোয়া চাওয়া গাজীপুর সিটির সচিব ওএসডি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২৫ মার্চ ২০২৫

প্রিন্ট:

শেখ মুজিবের জন্য দোয়া চাওয়া গাজীপুর সিটির সচিব ওএসডি

ফাইল ছবি

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের চিঠি দিয়ে বিতর্ক তৈরি করায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব আবু হায়াত রফিকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে গাজীপুর সিটি করপোরেশন থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়।

এছাড়া প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আব্দুল লতিফ খান।

এর আগে গত ২০ মার্চ নমিতা দে’র স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে এ আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়। পরে তা সংশোধন করে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে বলেন, ‘ভুলবশত চিঠিটি তৈরি করা হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে ভুল ধরার পর তা সংশোধন করা হয়। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নমিতা দে দীর্ঘ দিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের পর তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক মেয়রদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer