Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৭ ১৪৩১, বুধবার ০২ এপ্রিল ২০২৫

ঈদের বিশেষ খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ৩১ মার্চ ২০২৫

প্রিন্ট:

ঈদের বিশেষ খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা

ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিশেষ খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আগে বিশেষ খুতবায় এ প্রার্থনা করা হয়।

মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে সবর ও তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকাই সবর। রমজান আমাদের সবরের শিক্ষা দিয়েছে। রাষ্ট্রী পর্যায়ে সবরের মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে হবে। আর তাকওয়া হলো নিজের আত্মশুদ্ধি। এর মাধ্যমে পরস্পরের প্রতি দায়িত্ব প্রদর্শন করা হয়। সব সময় মানুষের কল্যাণে নিজেকে সমর্পণ করতে হবে।’ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer