Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৭ ১৪৩১, বুধবার ০২ এপ্রিল ২০২৫

শোলাকিয়ায় ঈদগাহে এবারও বাড়ল লক্ষাধিক মুসল্লি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৩১ মার্চ ২০২৫

প্রিন্ট:

শোলাকিয়ায় ঈদগাহে এবারও বাড়ল লক্ষাধিক মুসল্লি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এ বছর প্রায় ৬ লাখ মুসল্লি ঈদুল ফিতরে নামাজ আদায় করেন, যা গত বছরের চেয়ে প্রায় লক্ষাধিক বেশি।

ঈদের আগের দিন থেকেই দেশের বিভিন্ন জেলার বহু মুসল্লি শোলাকিয়ার জামাতে নামাজ আদায়ের আকর্ষণে চলে আসতে শুরু করেন। আর আজ ঈদের দিন ভোর বেলা থেকে যেন জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের অন্যান্য জেলা থেকে জনস্রোত বইতে থাকে ঈদগাহ অভিমুখে। 

বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুসল্লিদের ব্যাগ ও দেহ তল্লাশি করেছেন। পথে পথে অনেকেই ১০-২০ টাকা করে পলিথিনের জায়নামাজ বিক্রি করেছেন। জামাত শুরু হয় সকাল ১০টায়। এর অনেক আগেই ঈদগাহ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে ওঠে। জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব বিশিষ্ট মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer