
ছবি- সংগৃহীত
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ ৪০ দেশের ৬০ জন বিদেশি বিনিয়োগকারীর প্রতিনিধিদল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) পরিদর্শন করেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় আনোয়ারার কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তাঁরা কারখানার কার্যক্রম ও পরিদর্শন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলটির
এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছে স্টার্টআপ কানেক্ট নামের দিনব্যাপী কর্মসূচি। মূলত এর মধ্য দিয়ে স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে।
এবারের সম্মেলনে অংশ নিয়েছে চীন-যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। দ্বিতীয় ধাপে, বিশ্বব্যাংক ও আইএলওর সাথে রয়েছে আলোচনা। আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেদিন সারা দিন থাকছে একাধিক অনুষ্ঠান। চার দিনের সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার।
দেশের বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরির চেষ্টায় দীর্ঘ মেয়াদে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এই আয়োজন করেছে বিডা।