Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

দেশের দুই থানার নাম পরিবর্তন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

দেশের দুই থানার নাম পরিবর্তন

ফাইল ছবি

পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। থানা দুটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পাল্টে করা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে নতুন নাম করা হয় ‘যমুনা সেতু’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer