Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের জন্য লাখো মানুষের মোনাজাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ফিলিস্তিনিদের জন্য লাখো মানুষের মোনাজাত

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত করলেন লক্ষাধিক মানুষ। মোনাজাতে তারা ফিলিস্তিনের মুক্তি চেয়েছেন।মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সমাপ্ত হয়েছে।

শনিবার বিকেল ৪টা নাগাদ মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব ও মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতি মাওলানা আব্দুল মালেক। মোনাজাতে তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি কবুল করে নেওয়ার কথা বলেন। ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য দোয়া করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় বক্তা, ধর্মীয় সংগঠনের প্রধান, সামাজিক সংগঠনের নেতারা স্টেজে উপস্থিত হন।

পরে ফিলিস্তিনের মুক্তি চেয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান তোলেন মাওলানা মামুনুল হক, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ একাধিকজন।  

মোনাজাতের আগে মঞ্চে থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer