Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

ডিসি হিলে মঞ্চ ভাঙচুর: হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ডিসি হিলে মঞ্চ ভাঙচুর: হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম নগরের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে আটক পাঁচ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। সেইসঙ্গে এ ঘটনায় কোনও মামলা হয়নি।

পুলিশ বলছে, আটকের পর তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়নি। এজন্য কোনও মামলাও হয়নি। তাই সোমবার ভোরে সাধারণ ডায়েরি (জিডি) করার পর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাধারণত এ ধরনের ভাঙচুর কিংবা সন্দেহজনক আটকের ঘটনায় থানা পুলিশ সিএমপির ৮৮ ধারায় আদালতে আটকদের চালান দিয়ে থাকে। তবে এই পাঁচ জনের ক্ষেত্রে সেটি হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামলা ও ভাঙচুরের বিচারের দাবিতে সোমবার সকালে সিআরবি সাত রাস্তার মাথায় মানববন্ধন করেছে গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা।

নগরের কোতোয়ালি থানার ডিসি হিলে নববর্ষ বরণের প্রস্তুতি চলাকালে রবিবার সন্ধ্যা সোয়া ৭টার মিছিল নিয়ে এসে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আশপাশ থেকে পাঁচ জনকে আটক করে। তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে আটকদের ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘রোববার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করেনি। এজন্য মামলা হয়নি। সেজন্য জিডিমূলে জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

জিডিমূলে কাদের জিম্মায় ছেড়ে দিয়েছেন জানতে চাইলে ওসি বলেন, ‘সেটা জিডি দেখে বলতে হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer