Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩২, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সড়ক অবরোধ না করতে ডিএমপির বিশেষ অনুরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

সড়ক অবরোধ না করতে ডিএমপির বিশেষ অনুরোধ

ফাইল ছবি

রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কিছু স্বার্থান্বেষী মহল তাদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে হঠাৎ করে সড়ক অবরোধ করছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছেন।

এছাড়া, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন ও বিদেশগামী যাত্রীদের যাতায়াতেও মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ডিএমপি। ট্রাফিক বিভাগ নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করলেও এ ধরনের কর্মকাণ্ড জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

এ প্রেক্ষাপটে, ঢাকাবাসীর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার স্বার্থে সকলকে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer