Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১২ ১৪৩১, বুধবার ২৭ নভেম্বর ২০২৪

গাজীপুরে গেজা’র আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ৬ জুন ২০২৩

প্রিন্ট:

গাজীপুরে গেজা’র আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ শুরু

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর এনভায়রনমেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন’র আয়োজনে ও নগরীর বোর্ডবাজারস্থ সুলতান জেনারেল হাসপাতালের সহযোগিতায় গাজীপুর জেলায় বছরব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় প্রাঙ্গন থেকে এ কার্যক্রম সূচনা হয়েছে। এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মো. মেহেদী হাসানের সমন্বয়ে এবং বন বিষয়ক সমন্বয়ক মো: মোছাদ্দেকুর রহমান (হাজি মূছা) এর পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নয়ন মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মমিন উদ্দিন।

কর্মসূচিতে এসোসিয়েশনের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, মো: রফিকুল ইসলাম রুবেল, মো: রফিকুল ইসলাম খান প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচি উদ্বোধনকালীন সময়ে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান সমন্বয়ক মো. মেহেদী হাসান জানান, বনখেকো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা গাজীপুরের হাজার হাজার একর বন উজাড় করে কলকারখানা স্থাপন করেছেন যার প্রভাব আজকে আমাদের এ অঞ্চলের জলবায়ুতে পরেছে, গরমে আজ আমরা অস্থির, এ দেশ আজ বসবাসের উপযোগীতা হারাচ্ছে! আমরাতো আর বনভূমি উদ্ধার করতে পারবনা বৃক্ষরোপণ করে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি মাত্র আমরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer